নির্মাতার অভিযোগে যা জানালেন ঐশী

সুপ্রভাত বিনোদন ডেস্ক

সম্প্রতি প্রকাশ হয়েছে আদম-এর পোস্টার ও ট্রেলার। কিন্তু সেগুলো নিয়ে প্রচার করছেন না অভিনেত্রী ঐশী। এ নিয়ে ছবিটির নির্মাতা আবু তাওহীদ হিরণের দাবি, অভিনেতা-অভিনেত্রী সবাইকে জানানো হয়েছে। কেউ শেয়ার দিয়েছেন, কেউ দেননি।
হিরণের ভাষ্য এমন— আমি নির্মাতা হিসেবে আমার জায়গা থেকে করছি।
প্রতিটা শিল্পীকেও তাই করতে হবে। তাদের সব বিষয়ে জানানো হচ্ছে, যেমন ট্রেলার রিলিজ হলো, লিংকটা পাঠালাম। কিন্তু সেটা শেয়ার করার জন্য তো রিকোয়েস্ট করা সম্ভব না। যার যার ইচ্ছে হচ্ছে, তিনি শেয়ার করছেন। যেমন ফার্স্টলুক নিয়ে ইয়াশ প্রচারণা করেছে, কিন্তু ঐশী কেন করল না, জানি না আমরা।
নির্মাতার এমন অভিযোগের সত্যতা খুঁজতে ঐশীর সঙ্গে যোগাযোগ করা হয়। তার কাছ থেকে কিছুটা ভিন্ন খবরই পাওয়া গেল। বললেন, তিনি (নির্মাতা) হয়তো ব্যস্ততার কারণে কিংবা ভুলে আমাকে পোস্টার, ট্রেলার কোনো কিছুর লিংক পাঠাননি। মাসখানেক আগেও তার সঙ্গে আমার লম্বা সময় ধরে কথা হয়েছিল। ছবির প্রচার কীভাবে হবে কী করা যায়, সেসব আলোচনা করেছি। কিন্তু পোস্টার বা ট্রেলার প্রকাশের আগে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি প্রকাশের পরও কোনো লিংক পাঠাননি। তা হলে কীভাবে আমি প্রচার করব?
নিজের আগ্রহের কথা জানিয়ে ঐশী বলেন, এই ছবি ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি প্রচার আমি করেছি। এ জন্য হিরণ ভাইও অ্যাপ্রিসিয়েট করতেন। এখনো সাংবাদিকরা যখন আমার কাছে জানতে চান, আমি কিন্তু ছবিটা নিয়ে ঠিকই কথা বলি। কারণ এই ছবি নিয়ে আমার ভালোলাগা, প্রত্যাশা সবই বেশি। এ পর্যন্ত যে কটা ছবি করেছি, তার মধ্যে এটাতেই বেশি পরিশ্রমের সুযোগ পেয়েছি। আসলে কাজের ক্ষেত্রে পরিশ্রম করতে পারলে আনন্দ লাগে আমার।