নির্বাচন কমিশন এলাকা থেকে ককটেল–সদৃশ ৪টি বস্তু উদ্ধার

সুপ্রভাত ডেস্ক »

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কম্পাউন্ডের ভেতর থেকে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে আমরা খবর পাই। তবে অন্ধকার থাকার কারণে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে সকালে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে নিয়ে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ভেতরে স্কচটেপে মোড়ানো চারটি ছোট ককটেল-সদৃশ বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে বিষয়টি থানায় জানানো হলে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে।

কে বা কারা ওই বস্তুগুলো সেখানে রেখে গেছে- তা তদন্ত করে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।