প্রীতি ম্যাচ
সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
জয়ের লক্ষ্য আছে, তবে সেটি মূখ্য নয়। কাতারের আর্মি ফুটবল দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়াই আসল উদ্দেশ্য বলে জানালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ লেস ক্লিভেলি। খবর বিডিনিউজের।
আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর প্রস্তুতি হিসেবে বুধবার আর্মি দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে দল।
গত ১৯ নভেম্বর কাতারে পৌঁছানোর পর তিন দিন কোয়ারেন্টিনে ছিল সফরকারীরা। গত রোববার প্রথম মাঠের অনুশীলন শুরু করেন জামাল-রানারা।
এশিয়ার চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে মূল ঝড়টা যাবে গোলরক্ষকের ওপর দিয়ে। ভালোমতোই বুঝতে পারছেন গোলরক্ষক কোচ ক্লিভেলি। তার আগে প্রস্তুতি ম্যাচটিকে রানা-জিকোদের নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি।
‘এটা প্রস্তুতি ম্যাচ, দল গুছিয়ে নেওয়ার একটা সুযোগ। গোলকিপারের জন্য সুযোগ ছন্দ খুঁজে পাওয়ার এবং কাতার ম্যাচে প্রস্তুতির জন্য মাঠে সময় কাটানোর। তবে মূল ব্যাপারটি হলো কাতার ম্যাচের জন্য নিজেদের গুছিয়ে নেওয়া ও ছন্দ পাওয়া।’
‘আমরা অবশ্যই এখনও চেষ্টা করছি আমাদের পুরো ফিটনেস ফিরে পাওয়ার। এজন্য আমরা কঠোর পরিশ্রমে গুরুত্ব দিচ্ছি। ম্যাচের ফল নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই। আমরা কতটা পরিশ্রম করছি, এটা দিয়েই পারফরম্যান্স বোঝা যাবে। আমরা পরিশ্রম করলে ও বলের দখল রাখতে পারলে ম্যাচও জিততে পারব।’
ডিফেন্ডার রহমত মিয়াও জানিয়েছেন, গতকাল মঙ্গলবারের অনুশীলনে প্রস্তুতি ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার কথা। ‘কাল যেহেতু আমাদের ম্যাচ (প্রস্তুতি), আজকে আমাদের পাসিং, সেট-পিস ও ম্যাচ পরিস্থিতি বুঝিয়েছেন কোচ। কালকের ম্যাচে আমরা কি করব, সেটা পজিশনভিত্তিক আমাদেরকে বুঝিয়েছেন। প্র্যাকটিসের পর কিছু জিম সেশন ছিল, যেগুলো রিকভারির জন্য কাজে লাগবে।’