নিজস্ব প্রতিবেদক :
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা ইন নার্সিংয়ের রেজিস্ট্রেশন দেওয়া এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের মিডওয়াইফ সমমান নিবন্ধন দেয়ার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ, কেন্দ্রীয় কমিটি ঘোষিত তিনদিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম শাকিল বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নার্সিং পেশার মান রক্ষায় সর্বক্ষেত্রে কম যোগ্যতার কারিগরি পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ডিপ্লোমা নার্সদের সমতুল্য ঘোষণা দেওয়া একেবারেই অযৌক্তিক ও ভিত্তিহীন। অনতিবিলম্বে কারিগরি পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের বাদ দিয়ে স্থগিত লাইসেন্স পরীক্ষা নিতে হবে। এছাড়া পরিবার পরিদর্শিকাদের মিডওয়াইফারি সমমান দেয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে। যদি আজ ১৬ ফেব্রুয়ারির মধ্যেই আমাদের ন্যায্য দাবি মানা না হয় তাহলে পরবর্তীতে কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা নার্স পরিষদ চমেক হাসপাতাল শাখার সহসভাপতি মো. বেলাল উদ্দিন, বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফ সম্মিলিত পরিষদ মহানগর শাখার সদস্যসচিব আরিফুল ইসলাম, চট্টগ্রাম নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া খাতুন প্রমুখ।