নিজস্ব প্রতিবেদক »
দ্বাদশ জাতীয় সংসদীয় নির্বাচনের চট্টগ্রামের -৫ আসনের বিভিন্ন কেন্দ্রে সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি কম হলেও পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারই বেশি।
৭ জানুয়ারি রোববার সকাল থেকেই চট্টগ্রাম -৫ আসনের হাটহাজারীর ফতেপুর, চিকনদন্ডী, গুয়ারমর্দন, বুড়িশ্চরসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ভোট। দীর্ঘ লাইন নয়, ১৫ থেকে ২০ মিনিট পর পর মিলছে হাতে গোনা ভোটারের দেখা। এর মধ্য নারী ভোটাররাই এগিয়ে। মধ্যবয়সী হতে বয়স্কা ভোটারদের সংখ্যাই বেশি। অন্যের সহযোগিতা নিয়ে বয়স্ক নারী ভোটারদের কেউ কেউ ভোট দেন। বাসার কাজকর্ম সেরে তারা ভোট দিতে এসে নির্বিঘ্ন পরিবেশ পাচ্ছেন বলে জানিয়েছেন।
হামিদা বেগম নামের একজন ভোটার বলেন, ‘ সকালে কাজকর্ম সেরে আমরা ভোট দিতে আসলাম। বাড়ির একজন বললো ঝামেলা নাই তাই আসলাম। বেশিক্ষণ লাগেনি। দ্রুত কাজ শেষ হয়ে গেছে। লাইনে দাঁড়াতো হয়নি। ঝামেলা হবে মনে করে পুরুষেরা ভোট দিতে বের হচ্ছেন না।’
জান্নাতুল ফেরদৌস নামের একজন তরুণী বলেন, ‘ এবারই প্রথম ভোট দিচ্ছি। অনেক উত্তেজনা কাজ করছিলো। তবে কেন্দ্রে এসে হতাশ হলাম। কেননা ছোট বেলায় ভোটকে কেন্দ্র করে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হতো, সেটি এখন নেই। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে ভোট দিতে কোনো অসুবিধা হয়নি। ‘