সুপ্রভাত ডেস্ক »
প্রায় দুই যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীতে তারেক রহমানকে বরণ করতে স্থানীয়রা শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছেন।
ফেনীসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে জনসভায় অংশগ্রহণের জন্য রওনা দিচ্ছেন।
সকাল থেকেই নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহন যোগে নেতাকর্মীরা ফেনীতে যাচ্ছেন। আয়োজকরা জানিয়েছেন, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ বলেন, দীর্ঘ প্রায় দুই যুগ পর আমাদের নেতা তারেক রহমান ফেনীতে আসছেন। এটি শুধু একটি জনসভা নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই সমাবেশ আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেন, তারেক রহমানের বক্তব্য শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা বিশ্বাস করি, এই জনসভা আন্দোলন-সংগ্রামে নতুন প্রেরণা যোগাবে।


















































