নাইক্ষ‌্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশী নিহত

ছবি: সংগৃহীত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি »

বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়ন সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে এক বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১২ মে) সকাল  ৯টার  দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮ নং পিলারের ওপারে ঘটনাটি ঘটেছে ।

নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার  সকালে প্রতিদিনের মতো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির জন্য খাদ্যসামগ্রী নিয়ে সীমান্তের ৪৮ নম্বর পিলারের ওপারে ছেলির ঢালা নামক এলাকা দিয়ে মিয়ানমারের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন আবুল কালাম।

খাদ্যসামগ্রী বুঝে দিয়ে ফেরার পথে আরকান বিদ্রোহীদের দখলে থাকা আরাকান আর্মীর একটি ঘাটির কাছে আসলে আরাকান আর্মির ডিউটিরত এক সদস্য চাঁদা  ফাঁকি দেয়া নিয়ে কথা কাটাকাটি করে আবুল কালামের সাথে। একপর্যায়ে আরকান আর্মির সেই দায়িত্বরত সদস্য আবুল কালাম এর মাথায় গুলি করে দেয়। এতে আবুল কালামের মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করে, সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার শামশুল আলম  মো. নুরুল জানান, নিহত আবুল কালাম আমার এলাকার বলে জানা গেছে।  তার  লাশ টি ফেরত আনার চেষ্টা চলছে।

তবে এবিষয়ে বিজিবির পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিজিবির  এক কর্মকর্তা বলেন আমরাও বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত  কিছু জানা যায়নি।