ইফতার বিতরণ অনুষ্ঠানে আ জ ম নাছির
‘পবিত্র রমজান মাসে আত্মশুদ্ধির পাশাপাশি সমাজকেও শুদ্ধ করতে হবে। কারণ সমাজে নষ্ট মানুষের ভিড় বেড়েছে। তারা ধর্ম, মানবতা, মানুষ ও প্রকৃতিকে ক্ষত-বিক্ষত করছে। তাদের বিরুদ্ধে লড়াই করাটাই সবচেয়ে বড় ধর্ম কর্ম।’
গতকাল বিকালে পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কফিল উদ্দীন খানের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।
নগরীর ওয়াজেদিয়াস্থ কাউন্সিলরের বাসভবন প্রাঙ্গণে সম্মিলিত নাগরিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ, পাঁচলাইশ যুব সংঘের সাবেক সভাপতি অধ্যাপক সিরাজুল আলম, খোরশেদ আলম চৌধুরী, বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সর্দার, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য আব্দুর রহিম, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক এসএম রিদুয়ান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, আবুল কাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফুদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল, সম্মিলিত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আইয়ুব আলী রুবেল, আহমেদ রেফাঈ খান, পাঁচলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী সোহেল, যুবলীগ নেতা মাহবুব আলম, সি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন, এসএম দিদারুল আলম, মো. শাহজাহান। বিজ্ঞপ্তি