নিজস্ব প্রতিবেদক »
পর্যাপ্ত সরবরাহ না থাকায় মডার্না টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ। গতকাল শুক্রবার বিকেলে চসিক স্বাস্থ্য বিভাগ থেকে এ বিষয়ে জানানো হয়।
চসিক স্বাস্থ্য বিভাগ জানায়, কোভিড টিকা পর্যাপ্ত সরবরাহ না থাকায় মডার্না টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। মডার্না টিকা সরবরাহ পেলে দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম আবারো শুরু হবে। তবে প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে। মোবাইলে খুদেবার্তা পেলে ২য় ডোজের জন্য আসবে টিকা প্রত্যাশীরা। খুদেবার্তা প্রাপ্তরা নির্ধারিত দিনে টিকা নিতে পারবেন। অযথা কেন্দ্রসমূহে ভিড় না করতে অনুরোধও জানানো হয়েছে।
এ মুহূর্তের সংবাদ