বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ‘যাত্রী অধিকার দিবস’ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গতকাল সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সজল দাশের সঞ্চালনায় ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি সৈয়দ মো. মোখতার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজল আহমদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যাত্রী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রাজা মিঞা, বীর মুক্তিযোদ্ধা এস.এম. নুরুল আমিন, ওচমান জাহাঙ্গীর, কামাল হোসেন, রোকন উদ্দিন আহমদ, মো. রফিকুল ইসলাম, হুমায়রা জান্নাত, মো. ছরোয়ার-উল-আলম, মো. এমরান হোসেন, মো.আইনান জুহায়ের, মো. কামাল হোসেন, মো. মোহাদেজ আহমেদ আখিব, মো. জোবায়ের হোসেন, মো. আখিব, মো. জালাল প্রমুখ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ বলেন, বর্তমানে যাত্রীরা খুব অসহায় অবস্থায় চলাফেরা করছে। প্রতিনিয়ত তারা যানবাহনে চালক ও সহকারী কর্তৃক নাজেহাল হচ্ছে। চালকরা নিয়মনীতি তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী বহন করছে, যদি কোন যাত্রী প্রতিবাদ করে সেই যাত্রীকে গাড়ি থেকে নেমে যাওয়ার হুমকি দেয়। কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটরা যতক্ষণ দায়িত্ব পালন করছেন ঠিক ততক্ষণ চালকরা আইনের প্রতি লোক দেখানো শ্রদ্ধা দেখাচ্ছে। ম্যাজিস্ট্রেট চলে গেলে পুনরায় নিজেদের ইচ্ছেমতো যাত্রীদের সাথে অশোভন আচরণে লিপ্ত হচ্ছে। দেশের সাধারণ মানুষ এ সমস্যা থেকে পরিত্রাণ চায়। বিজ্ঞপ্তি
মহানগর
 
				 
		
















































