দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নগরীতে বিভিন্ন সংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ প্রতিরোধে প্রতি পাড়ায়-মহল্লায় সবাইকে এগিয়ে আসতে হবে। ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
জাতীয় নাগরিক সমাজ
দেশব্যাপী ধর্ষণ, যৌন নিপীড়িন, নির্যাতন ও নারী’র প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে মুখে কালো পতাকা বেঁধে মৌন মিছিল করে জাতীয় নাগরিক সমাজ। শনিবার নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে জামালখান মোড় প্রদক্ষিণ করে চেরাগী চত্বরে এসে মৌন মিছিলটি শেষ হয়।
মিছিল থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়।
মৌন মিছিলে অংশ নেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, জাতীয় নাগরিক সমাজের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, জাতীয় নাগরিক সমাজের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, প্রাবন্ধিক ডা. জামাল উদ্দিন, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ.কে.এম আবু ইউসুফ, সালাউদ্দিন লিটন, উপাধ্যক্ষ ওসমান সরওয়ার, হৃদয় দাশ, রাজীব চক্রবর্ত্তী, সি.আর বিধান বড়–য়া, শিপক কুমার নন্দী, সজল দাশ, সত্যব্রত খাস্তগীর, দিপাল আনন্দ পাল, আবদুল কাইয়ুম, সাদিক খান, রতন মল্লিক রাজু, সুজন আচার্য, পটিয়া রেজা মো. জামশেদ, মোহাম্মদ আলী, রিয়াজুল করিম রিজভী, গোলাম ইব্রাহিম খান সিফাত, নাজিম উদ্দিন রাহী, মো. হাসিবুল হোসেন, রবিউল হাসান, আবুল কাশেম, মো. আলাউদ্দিন প্রমুখ।
জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী পরিষদ
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী পরিষদের উদ্যোগে গতকাল রেববার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে চট্টগ্রামের বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিজান মাহিন ও হায়দার আলি ফাহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাবেয়া রাবু, তোজাম্মেল খান ফিরোজ, এ কে নাঈম, রাজু নাথ,জামশেদ আজমগীর, উম্মে হাবিবা স্বর্ণা, ফয়সাল সাইদ,সজল শীল,রিয়াসাতুল আজমান সাদিদ, সাদিয়া সুলতানা রাফি।
বক্তারা ধর্ষণ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জয়,আমজাদুল আলম সিফাত, মো. নাহিদ, রেজিনা হাসনিন পিউলি, শাহরিয়ার ফারাবি, শিহাব হাসান। বিজ্ঞপ্তি
মহানগর