সুপ্রভাত ডেস্ক »
দুই দিন পণ্য পরিবহন বন্ধ রাখার পর সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে সংগঠন দুটির নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, “আমাদের বৈঠক বেশ ভালো হয়েছে। অনেক্ষণ আলোচনা করেছি। আমাদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
এখন থেকে সব পরিহন মালিক-শ্রমিক কাজে নামবে। কোথাও ঝামেলা থাকবে না। আমাদের ১৫টি দাবির মধ্যে শুধু আয়কর বাড়ানোর বিষয়টি সমাধান হয়নি; অন্য সব দাবি মানা হয়েছে।”
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “তারা ১৫টি দাবি-দাওয়া আমাদের কাছে পাঠিয়ে ছিলেন। একটা কর্মসূচিও (৭২ ঘণ্টার কর্মবিরতি) দিয়েছিলেন। সভায় আমরা তাদের দাবি-দাওয়াগুলো শুনেছি। তারা যথাযথভাবে আমাদের কাছে উত্থাপন করেছেন।