সুপ্রভাত বিনোদন ডেস্ক »
টেলিভিশনে শুরু হচ্ছে সংগীতবিষয়ক ভিন্নধর্মী অনুষ্ঠান ‘দ্য পিয়ানো লাউঞ্জ’। দেশবরেণ্য ১১ জন প্রিয় সংগীতশিল্পীকে নিয়ে ১১টি পর্ব সাজানো হয়েছে।
এতে অংশ নিয়েছেন- রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, অনিমা রায়, তাহসান খান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আলম সজীব ও পিন্টু ঘোষ। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে।
আগামী সেপ্টেম্বর থেকে এটি চ্যানেল আইতে দেখানো হবে বলে জানিয়েছেন টিভি চ্যানেলটি।
প্রতিষ্ঠানটি জানায়, ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক মানাম আহমেদ তার সংগীত আয়োজনের জাদুকরী উপস্থাপনা দিয়ে প্রতিটি গানকে অনন্যমাত্রায় নিয়ে গেছেন। পুরো অনুষ্ঠানটিতে ভিডিও পরিচালনা করেছেন হিমেল।
সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে এটি প্রচার হবে। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন।