সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
জাতীয় দলের হয়ে এখনও খেলার সুযোগ আছে সাকিব আল হাসানের। বর্তমান পরিস্থিতিতে মানসিকভাবে কাজটি কঠিন হলেও সাকিব খেলবেন কি না সেই সিদ্ধান্ত একান্তই তার। বিসিবি এখনও জাতীয় দলের রাডারে রেখেছে সাকিবকে। এসব বিষয় জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। গতকাল রোববার (১ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে ফারুক জানান, ‘ও তো এখনও তালিকায় আছে। আশা করি ও যেভাবে চাচ্ছে বা এটার সমাধান হলে সাকিব এখনও জাতীয় দলে খেলার সামর্থ্য রাখে।’
যদিও জুলাই বিপ্লবের পর দেশে আসা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে সাকিবের জন্য। জাতীয় দলের হয়ে খেললেও হয়ত খেলতে হবে শুধু অ্যাওয়ে সিরিজগুলোতে। কাজটি সহজ নয় জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এভাবে একজন খেলোয়াড় শুধু বাইরের টুর্নামেন্ট খেলবে, তাকে মানসিকভাবে খুব শক্ত হতে হবে। ফ্র্যাঞ্চাইজি লিগ আর জাতীয় দল এক কথা না। দলের সাথে একটা প্রস্তুতিরও দরকার আছে। সেটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও খেলার মতো অবস্থায় খুব একটা নেই। এ বিষয়টা আমরা ওর ওপর ছেড়ে দিয়েছি যে ও কী চিন্তা করছে।’
এদিকে চিটাগং কিংসের হয়ে সাকিব বিপিএল খেলতে পারবেন কি না সেই নিশ্চয়তাও দিতে পারছেন না ফারুক আহমেদ। বিসিবি সভাপতি জানান, রাষ্ট্রীয় পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।