শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় একটি সিগারেটের কার্টুন থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা।
শুক্রবার সকালে বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে এনএসআইয়ের সহযোগিতায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার অলোক কুমার হাজরা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের একটি যৌথ অভিযানে বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্টের উপরে পরিত্যক্ত অবস্থায় বড় একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটটি বিমানবন্দরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হলে দেখা যায়, এতে বিশেষ কায়দায় সিলভার কালারের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪ পিস সোনার বার পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সোনাগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্স জি-৯-৫২৬ ফ্লাইটে করে বিমানবন্দরে এসেছে। ২৪ ক্যারেটের এসব বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম, যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।’