ইপসার সভা
করোনা মহামারি এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ৮ নম্বর সিটি করপোরেশন কাউন্সিলর অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সেভ দ্য চিলড্রেন এর সহায়তায় এবং স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার প্রয়াস ২ প্রকল্পের উদ্যোগে এই সভায় করোনাকালীন সময়ে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন কার্যক্রম ও করোনা মহামারি এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
৮নম্বর সিটি করপোরেশন কাউন্সিলর অফিসের সচিব তোফায়েল আহমেদের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মোরশেদ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭, ৮, ১৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মোহাম্মাদ এনামুল হক। ইপসা প্রোজেক্ট অফিসার আতাউল হাকিমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার প্রয়াস ২ প্রকল্প সমন্বয়ক সানজিদা আক্তার। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় তৃণমূল পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ও কর্মরত ব্যক্তিদের ভূমিকা সবচাইতে বেশি। করোনা মোকাবেলায় ইপসা প্রয়াস-২ প্রকল্পের আওতায় নগরীর ৭, ৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডে ১৩টি হাত ধোয়ার কর্নার এবং ২৫০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ১১ লাখ ২৫ হাজার নগদ সহায়তা প্রদান করা হয়েছে উল্লেখ করে
প্রধান অতিথির বক্তব্যে ৮ নম্বর শুলকবহর সাবেক কাউন্সিলর মোরশেদ আলম বলেন, করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে বিভিন্ন প্রতিরোধমূলক এবং সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করেছি। করোনা ভাইরাসের মত সকল জাতীয় দুর্যোগ মোকাবেলায় সকলের সম্মিলিত সহায়তা ও আন্তরিক অংশগ্রহণ আহ্বান করেন তিনি। বিজ্ঞপ্তি