বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভা
আগ্রাবাদ বিদ্যুৎ ভবনস্থ বিজয় হলে গতকাল সকাল ১১টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম জেলার যৌথ উদ্যোগে ‘দুর্নীতি দমন ও দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে স্বাধীনতার স্ব-পক্ষ শক্তির জাতীয় ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস।
সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী হোসেন আহমেদের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
আঁখি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মাঈনুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পিনাকী দাশ, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ আহমদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক, অঞ্চল কুমার চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন বর্তমানে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য স্বাধীনতার স্বপক্ষের সকল জনগণের জাতীয় ঐক্যকে আরো আরো সুদৃঢ় করার বিকল্প নেই। বক্তারা আরো বলেন, এদেশে দুর্নীতিবাজদের কোনো ঠাঁই নেই।
অনুষ্ঠানে সকল বীর মুক্তিযোদ্ধাদের ‘বঙ্গবন্ধু চিরন্তন’ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি