সংবাদদাতা, আনোয়ারা »
আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচনে দুই বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে ২২ হাজার ২৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মুজাম্মেল হক।
উপজেলা ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটারের মধ্যে আনারস প্রতীকের কাজী মুজাম্মেল হক পেয়েছেন ৫৮ হাজার ৮৩০ ভোট। দোয়াত কলম প্রতীকের তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট। এছাড়া নির্বাচন থেকে সরে যাওয়া মোটরসাইকেল প্রতীকের এম এ মান্নান চৌধুরী পেয়েছেন ৩৩০ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী সুগ্রীব মজুমদার দোলন (তালা) পেয়েছেন ১৯ হাজার ৯৭১ ভোট, মোহাম্মদ আবু জাফর (টিয়া পাখি) ৩০ হাজার ৩৩৭ ভোট, সালাউদ্দিন সারো (টিউবওয়েল) পেয়েছেন ৬হাজার ৬১৮ ভোট , এম এ মন্নান মান্না (চশমা) পেয়েছেন ৩১ হাজার ১৫৭ ভোট, সন্তোষ কুমার দে (বই) ৩ হাজার ৫৫৪ ভোট ও প্রদীপ দত্ত (মাইক) ২ হাজার ৩৪৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি ৩১ হাজার ১৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন এম এ মন্নান মান্না (চশমা)।
ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী মরিয়ম বেগম ২৩ হাজার ৪৮০ ভোট, পারভীন আকতার (কলস) ২৫ হাজার ৮২ ভোট এবং অ্যাডভোকেট চুমকি চৌধুরী (হাঁস) ৪৫ হাজার ৯৪০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত হয়েছেন।
ফলাফলের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ জানান, কয়েকটি বিচ্ছিন্ন সংঘাত ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী মুজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এম এ মান্নান মান্না ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে চুমকি চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়।