জেলা প্রশাসনের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
নগরীর বন্দর এলাকায় স্বাস্থ্য বিধি না মেনে ও ধারণক্ষমতর বাহিরে অতিরিক্ত শ্রমিক বহন করায় একটি গার্মেন্টস কারখানার দুইটি বাস আটক করা হয়েছে। পাশা-পাশি সিইপিজেড এলাকার সংশ্লিষ্ট গার্মেন্টস ‘থিয়াসিন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন সুপ্রভাতকে বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মেনে ওই গার্মেন্টস কারখানার শ্রমিকদের গাড়িতে করে নেওয়া হচ্ছিলো। এসময় তাদের থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় সামাজিক দূরত্ব না মানা ও স্বাস্থ্য বিধি মেনে না চলায় পৃথক ৩ মামলায় ২ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে নগরীর সদরঘাট, কোতোয়ালী, হালিশহর, ডবলমুরিং এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার। এসময় তিনি ৬টি মামলায় ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।