নিজস্ব প্রতিবেদক »
নিম্নমানের কাঁচামাল দিয়ে নোংরা পরিবেশে মিষ্টি বানানো, বানানো মিষ্টিতে নোংরা বস্তার ব্যবহার এবং নকল বাল্ব তৈরির অভিযোগে ‘প্যারাডাইস সুইটস’ ও ‘কলি ইলেকট্রনিক্স’ নামক দুটি প্রতিষ্ঠানকে এক লাখ নব্বই হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার দুপুরে নগরীর রেয়াজুদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্ল্যাহ।
তিনি বলেন, ‘একটি অভিযোগের মাধ্যমে আমরা জানতে পারি, দীর্ঘদিন ধরে নিম্নমানের কাঁচামাল দিয়ে নোংরা পরিবেশে প্যারাডাউস সুইটস নামক প্রতিষ্ঠানটি খাদ্যদ্রব্য বানিয়ে আসছে। এর প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে এর সত্যতা পাই। অভিযানকালে দেখা যায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ নোংরা বস্তা দিয়ে খাবারগুলো ঢেকে রেখেছে। তাই প্যারাডাইজ সুইটসকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে তিন পুলের মাথা এলাকায় ‘সুপার স্টার’ কোম্পানির নকল বাল্ব তৈরি করার অভিযোগে ‘কলি ইলেকট্রনিক্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।’