‍দলের মানসিকতায় খুশি সাকিব

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

ভারতের বিরুদ্ধে ঢাকা টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। টাইগারদের হয়ে দ্বিতীয় ইনিংসে স্পিনাররা নিয়েছেন ৭ উইকেট। মেহেদী মিরাজ একাই নিয়েছেন ৫ উইকেট। রোববার চতুর্থ দিনের খেলায় একটা সময় জয়ের খুব কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত আর জয়ের বন্দরে নোঙর করতে পারেনি বাংলাদেশ। তবে হারের পরও দলের মানসিকতায় খুশি অধিনায়ক সাকিব আল হাসান। খবর ঢাকা পোষ্টের
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৭৪ রানে ৭ উইকেট হারানোর পর ভারতীয় দুই ব্যাটার রবিচন্দন অশ্বিন এবং শ্রেয়াস আইয়ার দারুণ ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচ শেষে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারকে দেওয়া বক্তব্যে টাইগার অধিনায়ক সাকিব নিজেও প্রশংসা করলেন প্রতিপক্ষের দুই ব্যাটারের। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘সবাই অবদান রাখার চেষ্টা করেছে। এই মাঠে আমরা দারুণ খেলেছি। শ্রেয়াস এবং অশ্বিন চাপে থেকে ভালো ব্যাটিং করেছে। আমাদের আরও একটি উইকেট দরকার ছিল। এটা নিয়ে এখন অনেক কিছুই ভাবতে পারি, তবে যেমনটা হয়েছে তাতে আমরা খুশি।’
সাকিব আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত প্রথম টেস্টে আমি বোলিং করতে পারিনি। তবে এখানে ভালো বোলিং করতে পেরে খুশি। দলের মানসিকতা আমাকে সন্তুষ্ট করেছে। আশা করি, পরের বছর টেস্টে আমরা ভালো ফলাফল করব।’