সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর। অনেক কিছু ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। খবর ডেইলি বাংলাদেশ’র
করোনাকালে প্রথম বিপিএল আয়োজন করছে বিসিবি। ২১ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। ২৯ দিনের এই আসরে থাকছে না দর্শক প্রবেশের সুযোগ। এমনকি এবার নেই ডিসিশন রিভিউ সিস্টেমও (ডিআরএস)।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘যেহেতু করোনা পরিস্থিতি খারাপের দিকে, তাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম করা যাবে না। তাই আমাদেরকে দর্শক ছাড়াই বায়োসিকিউর বাবলে টুর্নামেন্ট করতে হবে। তবে, দেশের করোনা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আবার দর্শক মাঠে এসে খেলা দেখতে পারবে।’
বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, পরিস্থিতির কাছে তারা অসহায়। তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতিতে আমরা ডিআরএস রাখতে পারছি না। এখন ওরা (টেকনিশিয়ানরা) কেউ ফ্লাই করতে পারছে না। ওদের দুইটা টিম এখন দুই দেশে আছে, সেখান থেকে এই অবস্থায় বাংলাদেশে আসতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘ডিআরএসের সোর্স সারাবিশ্বে একটাই (হক-আই কোম্পানি)। ওরাই দেয় সব জায়গায়। ওমিক্রনের কারণে কেউ আসতে চাচ্ছে না। বিপিএলের পর আফগানিস্তান সিরিজ। সেটিতেও রাখতে পারব কিনা, সেটাও কথা বলতে হচ্ছে।’
ভালো মানের আম্পায়ার পাওয়া নিয়েও আছে শঙ্কা। এ ব্যাপারে মল্লিক বলেন, ‘আমাদের বিদেশি আম্পায়ার ঠিক করা ছিল ইংল্যান্ডের, সেও জানিয়ে দিয়েছে যে আসতে পারবে না। এখন আমরা আবার বিকল্প খুঁজছি। হয়তো শ্রীলঙ্কা বা ভারত থেকে দুইজনকে নেব।’
খেলা



















































