কাউকে সাহায্য করলে হয়তো পুরো পৃথিবী বদলে যাবে না, কিন্তু তার পুরো পৃথিবীটা হয়তো বদলে যেতে পারে- এমন বিশ্বাস নিয়েই ভিবিডি-চট্টগ্রাম জেলা ‘প্রজেক্ট লাইট অব হোপ’ নামক ইভেন্টটি হাতে নিয়েছিলো। প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিলো দরিদ্র মানুষদের স্বাবলম্বী করে তোলা।
এ লক্ষ্যে ভিবিডি-চট্টগ্রাম জেলার প্রত্যেকটি ভলান্টিয়ার দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভলান্টিয়াররা বিভিন্নভাবে তাদের পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধবদের অনুদান-যাকাতের অংশ ‘প্রজেক্ট লাইট অব হোপ’ এর জন্য সংগ্রহ করেছে। সেই সংগ্রহ করা অর্থ দিয়ে এই প্রজেক্টের প্রথম পর্বে ৮ জুন একজন দরিদ্র মানুষ ৩৪ বছর বয়সী আবু বকর সিদ্দিকের ভাগ্য পরিবর্তনে সহায়তা করতে তার হাতে একটি রিকশা তুলে দেওয়া হয়। যিনি এতদিন ২ ছেলে, ১ মেয়ে এবং স্ত্রী নিয়ে খুবই মানবেতর জীবন-যাপন করে আসছেন। এই প্রজেক্টের লিডার হিসেবে দায়িত্বরত ছিলেন কমিটি সদস্য মুহাম্মদ-উল-হক গালিব। বিজ্ঞপ্তি
ইভেন্টে উপস্থিত ছিলেন এলামনাই সদস্যবৃন্দ, বোর্ড সদস্যবৃন্দ, কমিটি, কোর এবং প্রাতিষ্ঠানিক প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি
মহানগর