মহানগর বিএনপির সমাবেশ
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেছেন, ‘সমকালীন রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে। তারেক রহমান ষড়যন্ত্রের শিকার’।
তিনি গতকাল বুধবার সকাল ১১টায় উদ্যোগে নগরীর বারিক বিল্ডিং মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ‘প্রতিবাদে’ মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন।
আবুল হাশেম বক্কর আরো বলেন, ‘তারেক রহমানের ওপর ষড়যন্ত্রের ধারা এখনও বয়ে চলেছে। নানাভাবে তাকে বিপর্যস্ত ও বিপন্ন করার জন্য কূটচাল অব্যাহত রয়েছে’।
মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, গাজী সিরাজ উল্লাহ, মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, এইচ এম রাশেদ খান, শিল্পী আব্দুল মান্নান রানা, মো. হারুণ, হুমায়ুন কবির সোহেল, আবু সাঈদ হারুণ, মোহাম্মদ আজম, মহিলা কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার লিজা, আলী আজম চৌধুরী, মো. নাছির, মো, ইউসূফ, হাজী মোহাম্মদ হোসেন, জিয়াউর রহমান জিয়া, আলী মুর্তজা খান, তারিকুল ইসলাম তানভীর, নুর জাফর রাহুল প্রমুখ।
দক্ষিণ জেলা বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ‘প্রতিবাদে’ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকাল সাড়ে তিনটায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, তারেক রহমান ষড়যন্ত্রের শিকার।
‘মিথ্যা মামলা’ দিয়ে তারেক রহমানকে স্তব্ধ করা যাবে না, কারণ ১৬ কোটি মানুষের হৃদয়ে তারেক রহমানের স্থান। সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার বার বার ষড়যন্ত্রে লিপ্ত। প্রতিবাদ সমাবেশ শেষে জাফরুল ইসলাম চৌধুরী ও আবু সুফিয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পুরাতন রেল স্টেশন গিয়ে শেষ হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, বদরুল খায়ের চৌধুরী, এস.এম. মামুন মিয়া, আবু মোহাম্মদ নিফার, জামাল হোসেন, ভিপি মোজাম্মেল, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, নুরুল কবির, এহসানুল মওলা, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. লোকমান, বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক শহীদুল্লা চৌধুরী, সদস্য সচিব ইউসুফ চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম চৌধুরী, অ্যাডভোকেট শওকত ওসমান, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম শহীদ, বিএনপি নেতা নুরুন্নবী চৌধুরী, হাসান চৌধুরী, মো. আবুল কালাম আবু, সরওয়ার উদ্দিন, তৌহিদুল ইসলাম, শেফায়েল উল্লাহ চক্ষু সহ প্রমুখ। বিজ্ঞপ্তি