‘সুফিবাদের সমাজ বিজ্ঞান, পূর্ণ-মানবতা এবং সামাজিক সম্প্রীতির ঐশী অন্বেষণ’ শিরোনামে দু’দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স গতকাল সমাপ্ত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আটর্স অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. সাদেকা হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফাজরিন হুদা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মিশরের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার ড. মোহাম্মদ মাহমুদ আহমেদ হাশিম এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন আচার্য প্রফেসর ড. ইব্রাহিম সালাহ আল-সাইয়েদ সোলেমান আল-হুদহুদ।
সমাপনী অনুষ্ঠানে মাইজভা-ার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর প্রতিষ্ঠাতা মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভা-ারী, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভা-ারী, গ্লোবাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান, পিইএচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক সুফি মোহাম্মদ মিজানুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ব্রাজিল, সুইডেন, আলজেরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৬টি দেশের গবেষকগণ তাদের ৬৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সুফিবাদের সমাজ বিজ্ঞান, পূর্ণ-মানবতা এবং সামাজিক সম্প্রীতির ঐশী অন্বেষণ’ শিরোনামে ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়।
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক কনফারেন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাউছুল আজম মাইজভা-ারী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) স্মারক বক্তৃতা, আলোকচিত্রের মাধ্যমে সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেটে প্রদর্শনীর আয়োজন করেছে।
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আগামী নভেম্বর মিশরের কায়রোতে সুফিজমের ওপর ৫ম এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের কলকাতায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি