ডা. মুহাম্মদ শামসুল আলম আর নেই

সুপ্রভাত ডেস্ক »
শিক্ষক, লেখিকা, সমাজসেবিকা, বিশ্লেষক, গবেষক ড. আনোয়ারা আলমের জীবনসঙ্গী ডা. মুহাম্মদ শামসুল আলম আর নেই।
তিনি শনিবার (৮ নভেম্বর) বেলা ১টায় স্থানীয় সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী ড. আনোয়ারা আলম, দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।  
মরহুমের পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি গত দেড় মাস ধরে অসুস্থ ছিলেন। ওনার ডাক্তার ছেলে পুরো সময় বাবার তত্ত্বাবধানে ছিলেন।
আজ শনিবার বাদ এশা আগ্রাবাদ চৌমুহনী মোড় সংলগ্ন আনু মিঞা মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।