ডা. মুহাম্মদ শামসুল আলমের দাফন সম্পন্ন

সুপ্রভাত ডেস্ক

নগরের বিশিষ্ট চিকিৎসক ডা. ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ শামসুল আলমের দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার বেলা ১টায় নগরের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

তিনি শিক্ষক, লেখিকা, সমাজসেবী, বিশ্লেষক, গবেষক ড. আনোয়ারা আলমের জীবনসঙ্গী।

মৃত্যুকালে তিনি স্ত্রী ড. আনোয়ারা আলম, দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

মরহুমের পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি গত দেড় মাস ধরে অসুস্থ ছিলেন। ওনার চিকিৎসক ছেলে পুরো সময় বাবার তত্ত্বাবধানে ছিলেন।

গতকাল শনিবার বাদ এশা আগ্রাবাদ চৌমুহনী মোড় সংলগ্ন আনু মিঞা মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা শেষে তাকে চৌমুহনী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।