ক্যাবের বিবৃতি
লকডডাউন চলাকালীন সময়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শতাধিক চিকিৎসককে বদলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ। গতকাল গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শুধুমাত্র চট্টগ্রাম জেলা নয়, এতদাঞ্চলের প্রায় ৫ কোটি মানুষের সেবা প্রদানের একটি জরুরি প্রতিষ্ঠান। তাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজে রিপ্লেসমেন্ট ছাড়া এই জরুরি অবস্থায় হঠাৎ বদলি করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের মাঝে জরুরি সেবা প্রদানে কিছুট হলেও সংকট তৈরি করবে। নেতৃবৃন্দ অবিলম্বে এই জরুরি সময়ে এ ধরণের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর বিরুদ্ধে চলমান যুদ্ধে নেতৃত্ব প্রদান করছেন চিকিৎসক ও এর সাথে জড়িত নার্স, স্বাস্থ্য কর্মী, টেকনেশিয়ানসহ অন্যরা। লকডাউন চলাকালে বদলিকৃত চিকিৎসকদের বদলিকৃত স্থানে স্থানান্তর ও যোগদান স্বাভাবিক সময়ের চেয়ে কঠিন হবে। আর এই সময়ে এই সমস্ত চিকিৎসকদের সেবা গ্রহীতা সাধারণ ও কভিড রোগীরা তাদের কাক্সিক্ষত সেবা প্রাপ্তিতে বিড়ম্বনার শিকার হতে হবে। ফলে জরুরি চিকিৎসা সেবায় সংকট তৈরি করবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন চিকিৎসকদের বদলিই স্বাস্থ্য খাতে শৃংখলা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। এর সাথে অন্যান্য আনুসঙ্গিক লজিস্টিক সুবিধাদি, অবকাঠামোগত সমস্যাগুলিও দ্রুত সমাধান ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সাথে জবাবদিহিতা নিশ্চিতে সেবাগ্রহীতা ও ভোক্তাদের অংশগ্রহণও জরুরি।