‘স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কাজেই চিকিৎসা সেবাকে ডাক্তাররা কেবল পেশা হিসেবে নয়, মহান দায়িত্ব হিসাবে গ্রহণ করবেন।
নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের বান্ডেল রোড সেবক কলোনিতে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নারীনেত্রী রুমকি সেনগুপ্তর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
ডা. সজীব তালুকদার, ডা. মিলন শীল, ডা. নেপাল দাশগুপ্ত ও ব্রাদার প্রদীপ মারমার নেতৃত্বে প্রায় ২০০ জন রোগীকে এতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
সভায় রেজাউল করিম চৌধুরী আরো বলেন, ভাল ডাক্তার হওয়ার আগে ভাল মানুষ হতে হবে। জনগণের সেবায় আত্ম-নিয়োগ করতে হবে। উত্তম ব্যবহার ও আন্তরিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বান্ডেল সেবক কলোনীর পঞ্চায়েত কমিটির সর্দার সাঘাদীন সর্দার, যুব কল্যাণ সংঘের সভাপতি জগন্নাথ দাশ ঝর্না, সাধারণ সম্পাদক সালমান দাশ লালা, শচীন্দ্র লাল দে, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক দিদারুল আলম, সাধারণ সম্পাদক মন্ডলীর সদস্য সেকান্দার হোসেন মিয়া, জানে আলম, ইউসুফ হারুন মাসুদ, মোজামেল হক মানিক, সৌমিক বড়ুয়া, মো. রাসেল, শামীম আজাদ রুবেল, লিটন দাশ, সত্যজিৎ দাশ টুটুল, ওর্য়াড ছাত্রলীগ নেতা রিয়েল দত্ত, তৌহিদুল ইসলাম, প্রান্ত সেন, মহৎ দেব মতি, লিটন দে, যুব কল্যাণ সংঘের সদস্য সদস্য সালাউদ্দিন দাশ, অমর দাশ, কমল দাশ, কৃষাণ দাশ, দেব দাশ, সাধন চন্দ্র দাশ, ওঁম কুমার দাশ, উত্তম দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর