সুপ্রভাত ডেস্ক :
জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ মুক্তির মাধ্যমে আত্মপ্রকাশ করলো নতুন সিনে অ্যাপ ‘সিনেবাজ’।
আজ (১৫ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকার হোটেলে এটির উদ্বোধন হয়। উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপুমণি। সিনেবাজ অ্যাপটির বাজারে এনেছে শাপলা মিডিয়া।বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সেলিম খান বাংলা ট্রিবিউন জানান, ওটিটি প্ল্যাটফর্মটি ‘বিনোদন এখানেই’ স্লোগানকে সামনে রেখে যাত্রা করলো। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র পাশাপাশি এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত শাপলা মিডিয়ার সব ছবিই অ্যাপটিতে থাকবে।
সেলিম খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই অ্যাপটির কাজ করেছি। এর আগে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথাও হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে এটি এলো। বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিতে সিনেবাজ লিমিটেড এই অ্যাপটি পরিচালনা করবে।’
জাতির পিতার শৈশব, কৈশোরের আদর্শ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত শান্ত খান ও প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালনা ও প্রযোজনা করেছেন সেলিম খান। এদিকে, সিনেবাজ অ্যাপে মুক্তির অপেক্ষায় আছে- আগস্ট ১৯৭৫, বিদ্রোহী, কমান্ডো, বিক্ষোভ, লাইভ, অগ্নিবীণা, বুবুজান, লাগ ভেলকি লাগ, মাফিয়া, ছুটি, চোখ, চক্কর নামের সিনেমাগুলো।