টিকার সংকট কাটছে, অক্সফোর্ডের ৮ লাখ ডোজ টিকা এলো দেশে

সুপ্রভাত ডেস্ক >>

জাপান থেকে দ্বিতীয় চালানে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোজগুলো এসে পৌঁছায়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টিকার এই চালান গ্রহণ করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, টিকাগুলো কেন্দ্রীয় ইপিআই স্টোরের ওয়াক ইন কুলার রুমে সংরক্ষণ করা হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বাংলাদেশ। কিন্তু যারা প্রথম ডোজ নিয়েছিলেন, সরবরাহ সংকটে তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার এসব টিকা দিয়ে এখন দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

আগামী ৩ আগস্ট হংকংয়ের একটি ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় চালানে আরও ৬,১৬,৭৮০ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

এর আগে, গত ২৪ জুলাই প্রথম চালানে অ্যাস্ট্রাজেনেকার ২,৪৫,২০০ ডোজ ভ্যাকসিন গ্রহণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।