টাইগারদের প্রথম টি-২০ ম্যাচ আজ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আজ থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কিংসটাউনে আজ প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু মাঠে গড়াবে। এদিকে ম্যাচের আগের দিন রোববার তিন ম্যাচের টি-২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেয়েছেন গতি তারকা নাহিদ রানা। ১৬ সদস্যের স্কোয়াডে অধিনায়কের দায়িত্বভার কাঁধে উঠেছে লিটন কুমার দাসের। সিরিজের প্রথম টি-২০ ম্যাচটিতে মাঠে গড়াবে সোমবার (১৬ ডিসেম্বর)। দ্বিতীয় টি-২০ ম্যাচটি হবে বুধবার (১৮ ডিসেম্বর)। এছাড়া সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি হবে ২০ ডিসেম্বর। তিনটি ম্যাচই হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। প্রতিটি ম্যাচই হবে কিংসটাউনে। বাংলাদেশ দল- লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।