ফটিকছড়ির দুই ইউপি নির্বাচন
সংঘর্ষের ঘটনায় দুজন আহত
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী। গতকাল সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৩ হাজার ৯শ ৫৮ ভোট। এছাড়া নানুপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শফিউল আজম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮২৯শ ভোট। বেসরকারিভাবে এই দুই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হলো। তাছাড়া সদস্যপদে খিরাম ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. জাবেদ ও জাফতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে মো, নাসির উদ্দিন নির্বাচিত হয়েছেন। এদিকে সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি জেএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন যুবলীগ নেতা ইমাজ উদ্দিন জেম (৩২) আওয়ামী লীগ নেতা আলী আকবর জুনু (৪২)। তাদের প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা শেষে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর বলেন, দুপক্ষের মধ্যে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি এবং ভোটগ্রহণ অব্যাহত রাখি। এর আগে মঙ্গলবার (গতকাল) সকাল ৯টায় থেকে দুইটি ইউনিয়ন ও জাফতনগরের একটি ওর্য়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়।