সুপ্রভাত ডেস্ক »
দেশের ৬১টি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকীর সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের ৫ বছরের মেয়াদ শেষ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।
নতুন করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তারা জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।