অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগের মানববন্ধন
চট্টগ্রাম জেলা এলাকায় বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক অটোরিকশার সিলিং নির্ধারণের দাবিতে গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ রেজি নম্বর- চট্ট, ১৪৬৯ এর কার্যকরি সভাপতি মো ইলিয়াছের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খোকনের সঞ্চালনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী। প্রধান বক্তা ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মিরন হোসেন মিলন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, মো. শাহ আলম ভূঁইয়া, ইদ্রিস হাওলাদার, মো. বখতেয়ার, ওমর ফারুক। বক্তব্য রাখেন অটো রিকশা শ্রমিক লীগ নেতা মো. বেলাল, মো. রমজান, এয়ার মো. খোকন, মো. মনির হোসেন, দিলীপ সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিবন্ধনহীন অটোরিকশা চলাচলে জেলা ও নগরীতে একদিকে যানজট ও অন্যদিকে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধে প্রতিনিয়ত এসব গাড়ি ব্যবহার হচ্ছে। অচিরেই জেলা ও নগরীতে চলাচলরত নিবন্ধনহীন অটোরিকশা চলাচলে জড়িত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলা এলাকায় অটোরিকশার সিলিং নির্ধারণসহ চলমান সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনকে পুঁজি করে অধিক হারে অটোরিকশার মূল্য বৃদ্ধির সিন্ডিকেটের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিজ্ঞপ্তি