সুপ্রভাত ডেস্ক :
‘বাহুবলি’ খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অনলাইনে জুয়া খেলার অ্যাপ প্রচারের অভিযোগে বিচারপতি এন কিরুবাকরন এবং বি পুগালেন্ধির সমন্বয়ে গঠিত ভারতের মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ এই নোটিশ পাঠিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়- শুধুমাত্র তামান্না নন, দক্ষিণের নায়ক দাগ্গুবতি, প্রকাশ রাজ, ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধেও এই নোটিশ পাঠানো হয়েছে।
সম্প্রতি, অ্যাডভোকেট মোহাম্মদ রিজভি জুয়া খেলার অ্যাপ সর্বত্র প্রচারের অভিযোগে জনস্বার্থে মাদ্রাজ হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ক্রিকেটার বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া ও রানা দাগ্গুবতি সহ খ্যাতনামা ব্যক্তিরা অনলাইন জুয়ার প্রচার করছেন। যেহেতু, অনলাইন জুয়া গেমস তেলঙ্গানায় নিষিদ্ধ। তাই, মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু সরকারকে এসকল অনলাইন গেমগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
গত ৩ নভেম্বর মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে এই আবেদনের শুনানি শেষে আদালত এসব তারকাদের নামে নোটিশ জারি করেন। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিনোদন