সুপ্রভাত ডেস্ক »
জুলাই-আগস্টে গণহত্যায় করা মামলায় তিন পুলিশ সদস্য আরশাদ হোসেন, ইমাজ হোসেন ও চঞ্চল কুমার সরকারকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল। রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিসে ঝুল থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এস আই চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত তারিখের আগেই দাখিল করা হবে।
এর আগে সকালে তাদের ট্রাইব্যুনাল হাজির করা হয়।