সুপ্রভাত বিনোদন ডেস্ক »
ক্যারিয়ার একযুগ পেরিয়ে জীবনের নতুন অধ্যায়ের খবর জানালেন অর্চিতা স্পর্শিয়া। আর খবরটি জানাতে তিনি বেছে নিয়েছেন নিজের ২৮তম জন্মদিনকে। ৮ ডিসেম্বর এই মিষ্টি অভিনেত্রীর জন্মদিন।
এদিন দুপুরে তিনি জীবনের নতুন অধ্যায়ের খবরটি জানাতে গণমাধ্যমকে ডেকে নেন রাজধানীর অদূরে আশুলিয়ার দ্য মার্কেট প্লেস-এ। বলেন, ‘জীবনের নতুন চ্যাপ্টার শুরু করলাম আজ থেকে। এর জন্য বেছে নিয়েছি এই দিনটিকে (জন্মদিন)। আশা করছি আমার এই নতুন পথচলায় আপনাদের দোয়া ও সহযোগিতা থাকবে।’
না, বিয়ে বা প্রেমের ঘোষণা নয়। তিনি জানিয়েছেন তার নতুন এক বাণিজ্যিক অধ্যায়ের কথা। যে বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আছে মানবিক গল্পও।
স্পর্শিয়া ৮ ডিসেম্বর থেকে চালু করেছেন ‘টাচ বাই স্পর্শিয়া’ নামের একটি ই-কমার্স সাইট। নারীদের পোশাক থাকছে এই অনলাইন প্ল্যাটফর্মে। মূলত, শাড়ি। তবে সঙ্গে থাকছে নারীদের অন্য সব পোশাক, এমনকি নাইটিও।
স্পর্শিয়া বলেন, ‘দেখুন অভিনয়ে আমার একযুগ পার হলো। ২০১৭ সাল থেকে টিভি নাটক থেকে সরে এসেছি ঘোষণা দিয়ে। সিনেমাও করছি একেবারে বেছে বেছে মনের তাগিদে। কারণ, আমার কাছে বারবার মনে হয়েছে, এই জায়গাটাতে বুঝি আমি ফিট নই। কারণ, আমি আমার মতো কাজ করার চেষ্টা করেছি আজীবন। বরাবরই অভিনয়ের বাইরে নিজে কিছু করার তাগিদ অনুভব করছিলাম। এটাও শিওর ছিলাম, যদি কিছু করি তবে সেটা শাড়ি নিয়েই হবে। কারণ, আই লাভ শাড়ি। অবশেষে আজ সেই স্বপ্নের শুরুটা করলাম। অনেক স্বপ্ন আমার এই উদ্যোগটি নিয়ে।’
এখানেই শেষ নয় স্পর্শিয়ার নতুন অধ্যায় বা উদ্যোগের খবর। জানান, ‘টাচ বাই স্পর্শিয়া’ থেকে যা বিক্রি হবে তার ১০ ভাগ সরাসরি চলে যাবে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের জন্য ‘আলোকিত শিশু’ নামের একটি ফাউন্ডেশনে।
বলেন, ‘শাড়ি ও শিশুকে ঘিরে এই উদ্যোগের মাধ্যমে আমার জীবনটা নতুন করে স্টার্ট হলো। কারণ, আমি শুধু এন্টারটেইনার হিসেবে কখনোই নিজেকে আটকে রাখতে চাইনি। আমি চেয়েছি এন্টারপ্রেনর হতে। এই শুরুটা ঠিক রেখে এমন আরও কিছু উদ্যোগ জারি রাখতে চাই। যে উদ্যোগগুলো বাণিজ্যিক নয়, যেন মানুষের উপকারে আসবে।’
কিন্তু ‘জীবনের নতুন অধ্যায়’ প্রসঙ্গে অনেকেই ধরে নেন বিয়ে! সেটির আপডেটও জানালেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী। জানান, বিয়ে তিনি করতে চান ঠিক ৩০ বছর বয়সে। মায়ের কাছ থেকে এজন্য দুই বছর সময় নিয়েছেন।
এটুকুও ফাঁক রাখলেন, ‘দেখুন বিয়ে-মৃত্যু সবই আল্লাহর হাতে। তো আমার টার্গেট ৩০ বছরে বিয়েটা করার। বাকিটা তো সৃষ্টিকর্তার হাতে।’
এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে। তারও আগে ‘কাঠবিড়ালী’ ও ‘আবার বসন্ত’ দিয়ে ভালোই করতালি ঘরে তুলেছেন স্পর্শিয়া। চলছে আরও তিনটি সিনেমার কাজ।
তবে অভিনয় নিয়ে এখনও তিনি খানিকটা নাক উঁচু। বললেন, ‘অভিনয় নিয়ে আমার অবস্থান এখনও একই আছে। অভিনয়টাকে ভালোবাসি। তাই ভালোবাসার মতো স্ক্রিপ্ট, ডিরেক্টর, টিম না পেলে আমি সামনেও কাজ করবো না। এই বিষয়ে একেবারে নিশ্চিত করতে পারি।’
স্পর্শিয়ার জন্মদিনে খোলামেলা এই আলাপে উঠে এসেছে শোবিজের সাম্প্রতিক বিব্রতকর ঘটনা ‘কল রেকর্ড’ ফাঁস প্রসঙ্গেও। এড়িয়ে যাননি। বরং স্পষ্ট কণ্ঠে স্পর্শিয়ার ভাষ্যটি এমন, ‘আমাদের দেশে, সমাজে, ইন্ডাস্ট্রিতে আরও অনেক ভালো ভালো ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে আলাপ করা উচিত। অথচ সেটা না করে আমরা মানুষের পারসোনাল বিষয় নিয়ে প্রচুর কথা বলছি, ভাইরাল করছি। এগুলো আমাদের জীবন ও সোসাইটিতে কোনও কন্ট্রিবিউট করছে না। জাস্ট ইউজলেস।’
তারকাদের জীবনে নেমে আসা এসব বিব্রতকর ঘটনা ট্যাকেল দেওয়া প্রসঙ্গেও রাস্তা দেখান এই অভিনেত্রী। বলেন, ‘এসব নিয়ে কথা না বাড়িয়ে আমাদের সাইবার ক্রাইমে যাওয়া উচিত সবার আগে। পুলিশ এটা নিয়ে খুবই ভালো কাজ করছে।’
এদিকে প্রশ্ন উঠেছে ই-কমার্স নিয়েও। কারণ, এরমধ্যে বেশ ক’জন তারকাকে নিয়ে বিতর্ক উঠেছে। জেলেও গেছেন কেউ কেউ। সেই ই-কমার্স বিজনেসে এবার তিনি নিজেও যুক্ত হলেন। এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘ডেফিনেটলি আমরা যা করছি সবই শতভাগ স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। আমার টিম এই বিষয়ে একেবারেই সচেতন। নিয়মের বাইরে, অতি লোভে আমরা কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। তারচেয়ে বড় বিষয়, আমাদের এই উদ্যোগের অন্যতম টার্গেট অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো। এখানে বাণিজ্য খুব একটা মুখ্য নয়।’