চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশনেত্রী শেখ হসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি-জামামত চক্র আবারো দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, নৈরাজ্যেকারীদের প্রতিহত না করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে এমন ধারণা করলে তারা বোকার স্বর্গে বাস করছেন। মেয়র আওয়ামী লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল যড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
শনিবার দেশব্যাপী জামায়াত-বিএনপি চক্রের নৈরাজ্যের প্রতিবাদে আগ্রবাদ এলাকায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক গণবিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। গণবিক্ষোভ মিছিলটি আগ্রাবাদ এক্সেস রোড হয়ে বাদামতলী, পাঠানটুলী চৌমুহনী প্রদীক্ষণ করে কদমতলী মোড়ে এসে শেষ হয়।
এমসয় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ এমপি, মাহাবুবুল হক মিয়া, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, আবদুল বারেক, জিয়াউল হক সুমন, গোলাম মোহাম্মদ চৌধুরী, আবদুল মান্নান, শেখ জাফরুল হায়দার চৌধুরী, গোলাম মো. জোবায়ের, মো. আতাউল্লা, যুবলীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাইফুল ইসলাম চৌধুরী, আজিজ মোল্লা, সালাউদ্দিন ইবনে আহমেদ, মো. আসলাম, আলী আকবর, আবদুল মতিন মাস্টার, ফারুক মোল্লা, ইমাম হোসেন, নাদিমুল ইসলাম ফটিক, শাহীন সরোয়ার, শফিউর রহমান টিপু, সালাঊদ্দিন বাবর, জাহেদ হোসেন খোকন, লুৎফুল আহসান শাহ, মো. আরিফ প্রমুখ।
সংসদ সদস্য এম এ লতিফ এমপি বলেন, গণতন্ত্রের কথা বলে নৈরাজ্য ধ্বংসলীলা চালিয়ে বিএনপি-জামায়াতচক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
মহানগর