ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের ঘরে হামলা, অগ্নিসংযোগ, নারীদের শ্লীলতাহানি, মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্রছাত্রীদের ছাত্রত্ব বাতিল ও গ্রেফতার, কক্সবাজারের লোক সংগীত শিল্পী জনি দে হত্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি, হাটহাজারিতে হিন্দু বাড়ি-ঘরে হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল সকালে চট্টগ্রাম জামাল খান চেরাগী পাহাড় মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক সুজিত সরকারের সভাপতিত্বে ও মহানগর শাখার সদস্য সচিব শ্যামল দাশ রানার সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব বলভদ্র অনুগা, সমন্বয়ক সুমন পাল, মহানগর শাখার সমন্বয়ক রতন দাশ সজল, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পলাশ মল্লিক, সাধারণ সম্পাদক সুমন দে, রাজু মজুমদার, বিশ্বজিত কর, তুষার দাশ, শ্যামল দাশ, শুভ রাম দেব, তপন ধর, অলক দাশ, বিশ্বজিৎ পাল, নিউটন দাশ, শ্রীকান্ত তালুকদার, রয়েল দাশ, মিশু পাল, রুবেল দাশ, জয় দাশ, সুজন দেব নাথ, আদিত্য দাশ জয়, কৃষ্ণ কুমার দাশ, সাগর দাশ, শুভঙ্কর দেবনাথ, অভিজিৎ দে, দোলন ধর, বিকাশ কান্তি দাশ, বিপ্লব দাশ, সুজন দেবনাথ, রুপম দে, স্বপন চৌধুরী প্রমুখ। এতে জাগো হিন্দু পরিষদ, শারদাঞ্জলি ফোরামসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে ভাঙচুরকারীদের শাস্তি ও নিরাপরাধ ছাত্রছাত্রীদের ছাত্রত্ব পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি
মহানগর