মহান বিজয় দিবস
মহান বিজয় দিবসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আলোচনা সভা, এতিম শিশুদের খাবার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীসহ আগারগাঁওয়ের ৭৫ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু উপস্থিত হয়। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা মহান বিজয় দিবসের গুরুত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনার উপর তাদের অনুভূতি ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘স্বাধীনতার অর্জনকে শাণিত করতে আমাদের কঠোর পরিশ্রমী, আত্মপ্রত্যয়ী এবং নিবেদিত প্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। বাংলাদেশের জন্ম হয়েছে বৈষম্যের কষ্ট ও দুর্ভোগ থেকে। তাই পরিবারে, অফিসে এবং সমাজে সাম্য ও সমতা প্রতিষ্ঠিত করতে হবে।’
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ‘মুক্তিযুদ্ধের চেতনায়, বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায়, বাংলাদেশ পৌঁছাবে অনন্য উচ্চতায়’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৮০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি