সুপ্রভাত ডেস্ক :
জাপান সরকার বলছে, তারা দেশটির অধিকাংশ এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিতে চাচ্ছে। তবে রাজধানী টোকিও ও অন্যান্য নগরে তা বহাল থাকবে।
করোনা ভাইরাস মোকাবেলায় দেশটি যে জরুরি অবস্থা জারি করেছিল তার মেয়াদ মে মাসের শেষ নাগাদ শেষ হয়ে যাবে।
সংক্রমণের হার দ্রুত কমে যাওয়ায় সরকার ৪৭টি অঞ্চলের ৩৯টি থেকেই জরুরি অবস্থা তুলে নেয়ার আশা করছে।
করোনা মোকোবেলার দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ইয়াশুথোচি নিশিমুরা জরুরি অবস্থা তুলে নেয়ার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সাথে বৈঠক করেছেন।
তিনি বলেন, আমরা নিশ্চিত হয়েছি মধ্য মার্চে সংক্রমণ শুরুর সময়ের তুলনায় এখন নতুন আক্রান্তের সংখ্যা কমে এসেছে।
তাই ৩৯টি অঞ্চলের পর্যবেক্ষণ শেষে ও পরিস্থিতি বিবেচনায় এসব এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নেয়া যথাযথ হবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার দিনের শেষে সংবাদ সম্মেলন করে জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে ব্যাখা দেবেন দেশটির প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে।
জাপানে ইউরোপ কিংবা আমেরিকার তুলনায় সংক্রমণের সংখ্যা অনেক কম। দেশটিতে ১৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬৮৭ জন ।
বুধবার নতুন করে ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে টোকিওতে মাত্র ১০ জন।
দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রথম ধরা পড়ে জানুয়ারির মাঝামাঝি সময়ে।