ছাড়পত্র পেলো ‘যৈবতী কন্যার মন’

সুপ্রভাত ডেস্ক :
বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘যৈবতী কন্যার মন’। ছবিটি নির্মান করেছেন নার্গিস আক্তার। ২০১২-১৩ অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা তিনি।
এই ছবির পরিচালক নার্গিস আক্তার জানিয়েছেন, ‘যৈবতী কন্যার মন’কে সেন্সর বোর্ড বুধবার (৩ মার্চ) আনকাট সার্টিফিকেট দিচ্ছে।
‘যৈবতী কন্যার মন’ বাংলা নাটকের শেকড়সন্ধানী নাট্যকার সেলিম আল দীনের অনবদ্য সৃষ্টি। বাংলাদেশের মঞ্চের অন্যতম সেরা নাটক বলা হয় এটিকে। অসংখ্য শো হয়েছে, তৈরি করা হয়েছে ধারাবাহিক। বিখ্যাত এ নাটকটি অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করলেন নার্গিস আক্তার।
নির্মাতা নার্গিস আক্তার বলেন, এ ছবিটি শেষ করতে আমাকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। শেষ পর্যন্ত ছবিটি শেষ করে সেন্সর ছাড়পত্র হাতে পাচ্ছি, বেশ স্বস্থির খবর আমার জন্য।
তিনি জানান, এ মাসেই ছবিটি মুক্তি দিতে চান। এর জন্য বৃহস্পতিবার (৪ মার্চ) পরিবেশকের সঙ্গে বসার কথা রয়েছে। ছবিতে অভিনয় করেছেন নবাগত গাজী আব্দুন নূর ও কলকাতার সায়ন্তনী দত্ত। খবর : ডেইলিবাংলাদেশ’র।