বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলোয় উক্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবনির্বাচিত ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরকে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। চুয়েটের কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে তিনি চুয়েট ভিসি’র সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েটের বর্তমান সামগ্রিক চিত্র এবং ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি
মহানগর


















































