চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটির নতুন সভাপতি ওয়াহিদ মালেক ও সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক »

দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্পনা কমিটির নির্বাচনে সভাপতি পদে ওয়াহিদ মালেক ও সম্পাদক পদে মুহাম্মদ সাইফুদ্দিন বিজয়ী হয়েছেন। গতকাল অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ওয়াহিদ মালেক ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ আহমদ মঞ্জু পান ৫২২ ভোট। সহ- সভাপতি পদে সৈয়দা দিলরুবা আহমদ ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম কাদের চৌধুরী পান ৫৬৭ ভোট। সম্পাদক পদে মুহাম্মদ সাইফুদ্দিন ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি খান পান ৪১৪ ভোট ও কাজী বেলাল পান ২৫৯ ভোট। কোষাধ্যক্ষ পদে ডা. মো. তৈয়ব সিকদার ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো শহীদুল ইসলাম পান ৪৭৩ ভোট।

সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন, প্রকৌশলী আবুল কালাম আহমদ, জাহাঙ্গীর কবির, মো আজাদ মঈনুদ্দিন, তাজুল ইসলাম, মো নজরুল ইসলাম, মঈনউদ্দীন খান, ইফতেখারুল হক চৌধুরী ও এসএম জসিম উদ্দিন।