নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া »
কঠোর লকডাউনে রোগী দেখতে যাওয়া এক চিকিৎসককে জরিমানা করে জেলে পাঠানোর হুমকি দেয়ায় সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে ।
রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ আসে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান।
তিনি বলেন, ‘ইউএনও নজরুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। তার স্থলে আপাতত দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলার এসি ল্যান্ড আল বশিরুল ইসলাম।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাক্ষরিত এক আদেশে সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এর আগে, গত শুক্রবার বিকেলে সাতকানিয়া পৌরসভা এলাকায় ডা. ফরহাদ কবির নামে এক চিকিৎসককে রোগী দেখতে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংক্রমণ প্রতিরোধ আইনে ১ হাজার টাকা জরিমানা করেন ইউএনও নজরুল ইসলাম। শুধু জরিমানা করেই ক্ষান্ত হননি। চিকিৎসকদের চেম্বারে আসা-যাওয়ায় কোন বিধি-নিষেধ না থাকার কথা ওই চিকিৎসক জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে জেলে পাঠানোর ক্ষমতা রয়েছে তার- সেই হুংকারও দেন।
বিষয়টি গতকাল রোববার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্রশাসন তার বিরুদ্ধে উক্ত ব্যবস্থা গ্রহণ করে।
এ মুহূর্তের সংবাদ