চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট

সুপ্রভাত ডেস্ক »

টানা দুই ঘণ্টা পর চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বেলা দেড়টার দিকে এই ইন্টারনেট সেবা চালু করে।

এর আগে, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তবে ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে; এটি চালু হওয়ার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।

অন্যদিকে, ব্রডব্যান্ড পরিষেবা চালু হলেও এতে ফেসবুক, হোয়াটসঅয়াপ, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রয়েছে।