চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, প্রয়াত সাবেক মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন কর্মীদের সেবক উপাধি দিয়ে মর্যাদায় আসীন করেছেন। এ যাবতকাল সেবকদের জন্য এমন দরদী মানুষ আমি আর দেখি নি। সেবকদের পোশাক পরিচ্ছেদেও তিনি নতুনত্ব এনেছিলেন। তাঁর আদর্শের অনুসারী হিসেবে আমি গর্বিত। গতকাল সকালে টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবকদের নতুন পোশাক বিতরণকালে প্রশাসক একথা বলেন। তিনি বলেন, সেবকদের এই পোষাক অনেক মর্যাদার। এই পোষাক আপনাদের দায়িত্বজ্ঞান সম্পর্কে সচেতন করে তুলবে। ৬০ লক্ষ নগরবাসীর সেবক আপনারা। এর থেকে বড় গর্বের বিষয় আর হয় না। প্রশাসক কর্তৃপক্ষের সন্তুষ্টি ও নগরবাসীর সেবক হিসেবে নিজেদের কর্মসম্পাদনের জন্য সেবকদের প্রতি আহ্বান জানান। প্রশাসক আগামীতে মৌসুমভিত্তিক শীত ও বর্ষার জন্য আলাদা পোষাক দেয়ার ঘোষণা দিয়ে বলেন, পরিচ্ছন্ন সুপারভাইজারদের জন্যও আলাদা পোশাক বিতরণ করা হবে। এ সময় চসিক প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নান সিদ্দিকী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মহানগর