চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম গতকাল রবিবার সকালে চসিকের অস্থায়ী কার্যলয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তাঁর কর্মকান্ডের শুভসুচনা করেন।
এসময় তিনি বলেন, চসিকের প্রধান ও মুখ্য কাজ নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক আলোকায়ন ও জনসাধারণের চলাচলের রাস্তাঘাট ঠিক রাখা। এই কাজগুলো যথাসময়ে করতে পারলেই নগরবাসির জন্য পরিবেশ বান্ধব একটি নগর গড়ে তোলা সম্ভব।
তিনি আরো বলেন, সনাতনী সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নগরীর খানা-খন্দক যুক্ত রাস্তাসমূহ জরুরি ভিত্তিতে মেরামত, সড়কবাতি সচল রেখে আলোকায়নের ব্যবস্থা এবং ডেঙ্গু ও চিকনগুনিয়ার হাত থেকে রক্ষায় ব্যাপকভাবে মশার ঔষুধ ছিটাতে হবে এবং এই কাজ সঠিকভাবে তদারকি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর সালেহ আহম্মদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান, শেখ জাফরুল হায়দার চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, সংরক্ষিত কাউন্সিলর জেসমীন পারভিন জেসী, ফেরদৌসি আকবর, শাহনুর বেগম, নীলু নাগ, জাহেদা বেগম পপি, তসলিমা বেগম নুরজাহান, হুরে আরা বিউটি, শাহিন আকতার রুজি, রুমকী সেনগুপ্ত, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, সিবিএ সভাপতি ফরিদ আহম্মদ প্রমুখ। আফরোজা কালাম আরো বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্লের সোনার বাংলা বির্নিমাণে আমরা সক্ষম হবো।
তিনি তাঁর দায়িত্ব পালনকালে কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
‘চসিকের প্রধান কাজ পরিচ্ছন্নতা’
জাতির পিতার প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা