নিজস্ব প্রতিবেদক :
পুলিশে করোনা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রাণঘাতি এ ভাইরাসের হানায় বিধস্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি। সিএমপির এ ইউনিটের ১৬ জন সদস্যের মধ্যে এ পর্যন্ত ১০ জনই কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে এক এএসআইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে সুপ্রভাতকে জানিয়েছেন সিএমপির এডিসি (মিডিয়া) মো. আবু বকর সিদ্দিক।
পুলিশের এ কর্মকর্তা জানান, চমেক পুলিশ ফাঁড়ির ১৬ সদস্যের মধ্যে ১০ জনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার একসঙ্গে ৫ জন পজিটিভ হয়েছেন। এর আগে আক্রান্ত হয়েছিলেন আরও ৫ জন।
জানা গেছে, ২৬ মে করোনাভাইরাসে আক্রান্ত হন ফাঁড়িতে কর্মরত এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ডায়াবেটিসসহ উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।